fbpx
হোম অন্যান্য ছাত্রলীগ সম্পাদক রাব্বানী নিজ হাতেই মশার ওষুধ ছিটাচ্ছেন
ছাত্রলীগ সম্পাদক রাব্বানী নিজ হাতেই মশার ওষুধ ছিটাচ্ছেন

ছাত্রলীগ সম্পাদক রাব্বানী নিজ হাতেই মশার ওষুধ ছিটাচ্ছেন

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও একাডেমিক ভবনের আশপাশে মশার ওষুধ ছিটানো হয়েছে। ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে আজ শুক্রবার সন্ধ্যায় ওষুধ ছিটানো হয়।

ফেসবুকে রাব্বানী তার একাউন্টে ওষুধ ছিটানোর দৃশ্য লাইভ করেন। তাতে দেখা যায়, কলাভবন ও ডাকসুর পাশের ঝোপঝাড়ে নিজেই মেশিন হাতে নিয়ে মশার ওষুধ ছিটাচ্ছেন রাব্বানী। এসময় সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন।

রাব্বানী বলেন, মশা নিধনের জন্য বিশাল বাজেট থাকে সিটি করপোরেশনগুলোতে। এগুলো ঠিক মতো জবাবদিহিতার মধ্যে যেত তাহলে হয়তো ডেঙ্গু এই মহামারি আকার ধারণ করতো না।

গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীতে মশার উৎপাত ভয়াবহ আকার ধারণ করেছে। এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। জানা গেছে, রোগী সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতালগুলোতে এখন ডেঙ্গুর চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।

দুই সিটি করপোরেশন মশার নিধনে যথেষ্ট পদপক্ষে না নেয়ায় হাইকোর্ট সম্প্রতি করপোরেশনগুলোকে তিরস্কার করেছেন।

এদিকে,স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে কথা না বলে কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *