করোনায় ব্যতিক্রম দেশ নিকারাগুয়া, সব আগের মতোই চলছে !
করোনা মহামারিতে আক্রান্ত আর মৃত্যুর মিছিল দেখে বিশ্বনেতারা যখন আতঙ্কগ্রস্ত, তখন এমন এক দেশ আছে যাদের সরকার চিন্তিত নয় বরং সত্য লুকাতেই ব্যস্ত। স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য সবকিছু চলছে আগের মতোই। শুধু রোগীতে ঠাসা হাসপাতালগুলো। মৃত্যু হলেই কবর হয় অজানা কোথাও, জানেনা স্বজনরা। মধ্যআমেরিকার দেশটি নিকারাগুয়া। রাজনীতিবিদ ও মানবধিকার কর্মীরা অভিযোগ করছেন, ৬৫ লাখ মানুষের এ দেশটিতে...বিস্তারিত