আবারও ক্ষমা প্রার্থনা; শ্রোতাদের কাছে সুযোগ চান নোবেল !
আবারও ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চাইলেন সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল। তার সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো; ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিন শেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি ভাই-বোন-মা-বাবা, বাদ দাও না...বিস্তারিত