কম্পিউটার-কোডিং নিয়ে পড়ালেখা না করেও নিজ জেলার অ্যাপ বানালেন সমাজকর্মের ফরিদ !
সমাজকর্মে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের পর একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পেছনে ব্যস্ত রয়েছেন তিনি। অন্যদিকে, কয়েকমাস পূর্বে মরণঘাতী ক্যান্সারে বাবা হারানোর পর আচমকা পরিবারের হাল ধরতে হয় তাকেই। বিয়ে করেছেন এক রক্ষণশীল পরিবারের কওমী মাদ্রাসায় পড়ুয়া মার্জিত পর্দাশীল তরুণীকে। এতসব ব্যস্ততা ও পিছুটানের মধ্যেও মনের মধ্যে তিনি লালন করতেন নিজ জেলার মানুষদের জন্য ব্যতিক্রমধর্মী...বিস্তারিত