তাবলীগের মাওলানা সা’দের সমালোচনায় মাওলানা ইয়াহইয়া মাহমুদ
মাওলানা ইয়াহইয়া মাহমুদ তাবলীগের মাওলানা সাদ সম্পর্কে বলেন, তাকে উলামাদের বিভিন্ন মহল থেকে সতর্ক করার পরও তিনি বিতর্কিত কার্যক্রম বন্ধ করেননি। ইজতেমার মাঠে আলেমদের গায়ে স্বয়ং আলেমরা হাত ওঠানো একটি গর্হিত কাজ। এতে করে দেশবাসী ইসলাম ও তাবলীগ সম্পর্কে ভুল সংবাদ পাবে।