কানাডায় ৫৭ হাজার বছরের পুরানো নেকড়ের সন্ধান !
কানাডার উত্তরাঞ্চলীয় ইউকোন টেরিটরিতে চলছিল স্বর্ণখননের কাজ। জল কামান দিয়ে খনির দেয়াল ধসিয়ে খোঁজা হচ্ছিল সেটি। তবে মিললও তার চেয়েও বিশেষ কিছু। সোনার বদলে বেরিয়ে এল মাটির নিচে ‘পার্মাফ্রস্ট’ হয়ে জমে থাকা বরফের মধ্যে সংরক্ষিত ৫৭ হাজার বছরের পুরানো নেকড়ের অক্ষত মৃতদেহ। প্রথমে বিষয়টি স্বর্ণখনির শ্রমিক নিল লাভলেসের নজরে আসে। দ্রুত বরফ গলিয়ে নেকড়ের মৃতদেহটি বার...বিস্তারিত