মোবাইল দিয়ে সিনেমা বানিয়ে চমকে দিল তারা !
কালো জামা এবং গোলাপি জুতোয় নুড়ি পাথরের রাস্তা দিয়ে বাঁচার আশায় দৌঁড়াচ্ছে দুটো মেয়ে। হঠাৎ করেই স্পেসশিপ থেকে শুরু হয়ে যায় আক্রমণ। বাঁচার আকুতি নিয়ে সামনে দৌঁড়ানোর চেষ্টা করলে দেখা হয় আরেক আগুন্তকের। যার হাতে দেখা যায় একটি খোলা তলোয়ার। উপরে বর্ণিত দৃশ্যটি ১০ জন তরুণের তৈরি শর্ট ফিল্ম ‘অ্যানাদার স্টার ওয়ার’ থেকে নেওয়া। নাইজেরিয়ার...বিস্তারিত