ক্ষেপনাস্ত্রের আঘাতে ফুঁসে উঠেছে তেহরান !
এবার আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরানের কয়েকটি গ্রামে। বৃহস্পতিবার মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে ইরানের বেশ কয়েকটি গ্রামে এই হামলা চলে। এই গোলা আঘাত হানার পরই ফুঁসে উঠেছে তেহরান। হস্পতিবার আজারবাইজান ও আর্মেনিয়ার সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের সময় তার কাউন্টির কোলিবিগলু ও কাদখোদালু গ্রামে ১০টি ক্ষেপণাস্ত্রে আঘাত হেনেছে বলে জানান, ইরানের পূর্ব আজারবাইজান...বিস্তারিত