প্রেমিকাকে বাদ দিয়ে পুতুলকে বিয়ে !
তাই প্রেমিকার উপর বিরক্ত হয়ে জীবন সঙ্গী হিসেবে মানুষের পরিবর্তে পুতুলকেই বেছে নিয়েছেন হংকংয়ের জাই তিয়াংরং নামের ৩৬ বছরের এক যুবক। ২০১৯ সালে ১০ হাজার ইউয়ানে কেনা মোচি নামের ওই পুতুলকে সম্প্রতি বিয়ে করেছেন তিনি। এই বিয়ে নিয়ে তিয়াংরং বলেছেন, আমি মোচিকে খুব সম্মান করি। এর আগে আমার মানুষ প্রেমিকা ছিল। কিন্তু এখন আমি পুতুলের...বিস্তারিত