শিশুটি জন্মের পর কাঁদার পরিবর্তে রেগে আগুন, চিকিৎসকরা অবাক !
শিশুটি জন্মের পর কাঁদেনি। তাকে কাঁদানোর জন্য তার পিঠে ডাক্তারের চাপড় পড়লেও স্বাভাবিক কিছু ঘটলো না। চাপড় খেয়ে নবজাতকটি কাঁদার বদলে উল্টো রেগে আগুন। আর সেই চোখ দেখে রীতিমতো হতবাক চিকিৎসকরা। ব্রাজিলের রিও দে জেনেরিওর এই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, নবজাতককে কাঁদানোর জন্য ডাক্তার পিঠে আঘাত করছেন, আর তাতে রেগে গিয়ে তাকেই চোখগরম...বিস্তারিত