চোখ দিয়ে ধর্ষণের অভিযোগ
অভিনেত্রী এষা গুপ্তের বিরূদ্ধে মানহানির মামলা করলেন ‘চোখ দিয়ে ধর্ষণ’ এ অভিযুক্ত হোটেল মালিক রোহিত ভিজ। অকারণেই এষা বদনাম করে তার জীবন দুর্বিষহ করে তুলেছেন বলে অভিযোগ তার। ৬ জুলাই টুইটারে রোহিতের বিরূদ্ধে তাকে ‘চোখ দিয়ে ধর্ষণ’ অভিযোগ আনেন এষা। সেখানে এষা লেখেন, আমার মতো একজন মেয়ে যদি এদেশে নিজেকে নিরাপদ মনে না করে তাহলে আমি...বিস্তারিত