শিগগিরই আসছে লগ্নার মৌলিক গান ‘কেমনে তোরে ভুলি’
দীর্ঘদিন ধরে ফোক গান করে দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। গানের জগতে প্রবেশের শুরু থেকেই তিনি ফোক ও আধ্যাত্মিক ঘরানার গানই করে থাকেন। সেই ধারায় এবার নতুন মৌলিক গান নিয়ে আসছেন শ্রোতাদের সামনে। শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে লগ্নার গান ‘কেমনে তোরে ভুলি’। গানটি লিখেছেন রজিব এলিন, সুর ও কম্পোজিশন করেছেন মুরাদ নূর...বিস্তারিত