২৬ ছবি পেছনে ফেলে ভারত থেকে অস্কারে ‘জাল্লিকাট্টু’
আসন্ন ৯৩তম অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে মালায়ালাম ছবি ‘জাল্লিকাট্টু’। ভারতের স্থানীয় অস্কার কমিটি বুধবার ছবিটি চূড়ান্ত করে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার প্রদানের আসরে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে মনোনয়নের জন্য ভারত এবার পাঠালো তাদের আঞ্চলিক ছবি। লিজো জোশের পরিচালনায় ‘জাল্লিকাট্টু’ সমালোচকের দৃষ্টিতে চলতি বছরের অন্যতম সেরা ছবিটির একটি। হরিশের লেখা ছোটগল্প...বিস্তারিত