fbpx
হোম করোনা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু

0

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২৬২তম দিনে দেশে নতুন মৃত্যু বেড়ে হয়েছে ৩৯ জনে। গতকাল যা ছিল ৩২ জন। শনাক্তের হার কমে হয়েছে ১৩ দশমিক ৪৭ শতাংশ। যা গতকাল ছিল ১৪ দশমিক ৮৫ শতাংশ। নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৬ জন। এসময় সুস্থ হয়েছেন ২ হাজার ৩০২ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৫ হাজার ৭৭৭ টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১টি নমুনা। এ নিয়ে দেশে মোট ২৬ লাখ ৯৬ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ১৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।

নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩৯ জন। এদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১২ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৮৭ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

মৃতদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৯৮২ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৬ দশমিক ৮ শতাংশ এবং ১ হাজার ৫০৫ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২৩ দশমিক ২ শতাংশ।

তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩০২ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ২৯ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত ৩৯ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ২ জন রয়েছেন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৬ কোটি ১৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১৪ লাখ ১৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ কোটি ১৬ লাখের বেশি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *