কেবল বিস্কুট খেয়েই বেঁচে আছেন এই নারী !
দীর্ঘ চার বছর ধরে পাকস্থলীর বিরল এক রোগে ভুগছেন ২৫ বছর বয়সী ব্রিটিশ নারী টালিয়া সিনট। গ্যাস্ট্রোপেরেসিস নামের এ রোগের কারণে তিনি খাবার খাওয়ার পর তা আর হজম হতে পারে না। তার বমি ভাব হতে থাকে কিংবা বমি হয়ে যায়। এমন অবস্থায় তিনি পাচনযোগ্য বিস্কুট খেয়ে বেঁচে আছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এসব...বিস্তারিত