খেলা থামিয়ে ইফতার করলেন ফুটবলাররা !
তুরস্কের আঙ্কারা ক্লাবের ফুটবলাররা খেলা থামিয়ে মাঠেই ইফতার সারলেন। দেশটির লিগ ফুটবলে প্রথম রমজানে এমন ঘটনা ঘটে। আযানের ধ্বনি শুনতেই খেলা থামিয়ে দেন ক্লাবটির ফুটবলাররা। কলা, খেজুর ও পানি দিয়ে মাঠে বসেই ইফতার সম্পন্ন করেন। রোজা অবস্থায় অনেক অ্যাথলেটই খেলা চালিয়ে যান। ম্যাচের তখন সবে ১০ মিনিট। ৫ মিনিট ইফতারের বিরতির পর আবারও শুরু হয় ম্যাচ।...বিস্তারিত