উচ্চ শিক্ষিত না হয়েও বিশ্ব কাঁপিয়েছেন যারা
গুণীজনরা বলেন, কারো বর্তমান অবস্থা তার ভবিষ্যতের প্রতিচ্ছবি হতে পারে না। তাই কেউ এখন কেমন আছে তা থেকে কখনোই বোঝা সম্ভব নয় ভবিষ্যতে সে কেমন থাকবে। এই নেলসন মেন্ডেলার কথাই ধরুন না। কয়েদি থেকেছেন ২৭ বছর। এরপর শান্তিতে নোবেল পান তিনি। অবাক হচ্ছেন? না তিনি হত্যা বা কোনো অপরাধ করে জেলে যাননি। এমন একজন আছেন...বিস্তারিত