আজ বর্ষার প্রথম দিন
আজ পহেলা আষাঢ়। গ্রীষ্মের খরতাপ কাটিয়ে বৃষ্টির প্রত্যাশা নিয়ে এলো আষাঢ়। আজ নগরের সকাল শুরু হয়েছে বাস্তবেই বৃষ্টি দিয়ে। বর্ষার আগমনে গ্রীষ্মের খরতাপ ধুয়ে ফিরবে প্রশান্তি, এ প্রত্যাশাই সবার। বাংলার জীবনে বর্ষা আসে অন্যরকম আবেদন নিয়ে। বর্ষায় নদ-নদী ভাসে জোয়ারে আর বৃষ্টি পড়ে টাপুর টুপুর। শত প্রতিবন্ধকতার পরও বর্ষা আসবে দেশজুড়ে। রেখে যাবে পলি, নতুন শস্য...বিস্তারিত