হাতাহাতি করে লাল কার্ড দেখলেন দুই কোচ
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও টটেনহামের মধ্যে ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পর এমনিতেই খেলার মাঠে উত্তেজনা ছিল। দুই পক্ষের ফুটবলাররা প্রায় সবসময়ই মেজাজ হারাচ্ছিলেন। এর মধ্যে উত্তেজনা আরও দ্বিগুণ করেছে ডাগ আউটে থাকা দুই দলের কোচ থমাস টুখেল ও আন্তনি কন্তের হাতাহাতি। এমনিতে টটেনহাম কোচ কন্তে কিছুটা পাগলাটে ধরনের। থমাস টুখেলও কোনো কিছুতেই কম...বিস্তারিত