মহিলাদের জন্য মসজিদে পৃথক নামাজ ও অজুর ব্যবস্থা জরুরি
রাস্তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উন্নতমানের টাইলস ও এসি সম্বলিত সুরম্য মসজিদ ভবন। কিন্তু নারীদের বাথরুম, অজু আর নামাজের বিষয় নিয়ে কোনো ভাবনা নেই। মসজিদে নারীদের নামাজ আদায় নিয়ে মাসয়ালাগত বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সেটা সম্ভব আলাদা একটি নামাজঘর নির্মাণের মাধ্যমে। নারীদের জন্য এভাবে না ভাবা খুব দুঃখজনক। এটা কোনোভাবেই কাম্য নয়।হাইওয়েসহ রাস্তার পাশের...বিস্তারিত