১০ বছরের কারাদণ্ড পেলেন ইরানের সেই অ্যাঞ্জেলিনা জোলি !
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মত চেহারার আদল বানাতে গিয়ে ‘জোম্বি’ খেতাব পাওয়া ইরানের সেই ইন্সটাগ্রাম তারকা সাহার তাবার ধর্ম অবমাননার অভিযোগে ২০১৯ সালে গ্রেফতার হন। ওই মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ইরানের একটি আদালতে এই রায় দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সাহার তাবারকের আইনজীবী সাইদ দেহঘান। তিনি জানান, তিনি সাহার তাবারের ১০ বছরের...বিস্তারিত