মুর্শিদাবাদের ঐতিহাসিক খেরুর মসজিদ ৫২৬ বছরের পুরানো !
বাংলার সুলতানি আমলের এক স্থাপত্য। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে উত্তরের দিকে আছে একটি ছোট্ট গ্রাম। যার নাম খেরুর। বাংলার আর পাঁচটা গ্রামের থেকে হয়তো তেমন কিছু আলাদা নয় এই খেরু। সবুজ ধান ক্ষেত, জল ভরা পুকুর, মাটির বাড়ি সবই আছে আর পাঁচটা বাড়ির মতো। তবে এই খেরুকে আর পাঁচটা গ্রামের...বিস্তারিত