fbpx
হোম আন্তর্জাতিক এবারও কি জরিপ উল্টে যাবে ?
এবারও কি জরিপ উল্টে যাবে ?

এবারও কি জরিপ উল্টে যাবে ?

0

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও কি জনমত জরিপের গ্রহণযোগ্যতা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে থাকবে ? স্বাভাবিকভাবেই সে প্রশ্ন উঠেছে এবার।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন অন্তত ১০ শতাংশ ব্যবধানে প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। তবে ডেমোক্র্যাট প্রচার শিবির জরিপের ফলে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে সমর্থকদের। জরিপের চেয়ে মাঠের প্রচারের দিকে বেশি নজর দিচ্ছে দলটি।

এ নির্বাচনে যেমন বাইডেন, তেমনি ২০১৬ সালের নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে ছিলেন তখনকার ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। তিনি ট্রাম্পের চেয়ে পপুলার ভোট বেশি পেয়েও হেরেছিলেন প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পেতে ব্যর্থ হয়ে।

ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান- হোয়াইট হাউসে যেতে এবার এ রাজ্যগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এ রাজ্যগুলোকে বলা হচ্ছে সুইং স্টেট। যেখানে এককভাবে কোনো দল জনসমর্থনে এগিয়ে নেই। ২০১৬ সালের নির্বাচনে এ ছয়টি রাজ্যেই হিলারিকে হারিয়ে জিতেছিলেন ট্রাম্প। যদিও জাতীয় জনমত জরিপে এগিয়ে ছিলেন হিলারি।

জরিপ সংস্থা ইপসোসের কর্মকর্তা ক্রিস জ্যাকসন বলেন, গত নির্বাচনে সুইং স্টেটগুলোর জরিপ সঠিকভাবে উঠে আসেনি। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। তিনি বলেন, কলেজ ডিগ্রি নেই এমন শ্বেতাঙ্গরাই গত নির্বাচনে ট্রাম্পের জয়ে নির্ধারকের ভূমিকা পালন করেছেন। নির্বাচনের আগের জরিপগুলোতে নমুনার এ অংশটি খুব একটা আমলে নেওয়া হয়নি। তবে জরিপ সংস্থাগুলো বলেছে, এ নির্বাচনে তারা এসব বিষয় শুধরে নিয়েছে।

জ্যাকসনের কথা অনুযায়ী জরিপ সংস্থাগুলো যে বিষয়ে নজরই দেয়নি, নমুনার (স্যাম্পল) সেই অংশ ট্রাম্পের পক্ষ নিয়ে ভোটের ফল বদলে দিয়েছে। কম শিক্ষিত শ্বেতাঙ্গদের মধ্যে উগ্র-জাতীয়তাবাদ ছড়িয়ে ট্রাম্প নির্বাচনে জিততে সক্ষম হয়েছিলেন।

২০১৬ সালে হিলারির এগিয়ে থাকার জনমত জরিপ এবং ট্রাম্পের নির্বাচিত হওয়ার বিষয়টি এবার ভোলেনি ডেমোক্র্যাট শিবির। জরিপে যেভাবে বাইডেন এগিয়ে রয়েছেন, বিশেষ করে সুইং স্টেটগুলোতে, তা দেখে সমর্থক ও মাঠ পর্যায়ের কর্মীদের বিভ্রান্ত না হতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোট না দেওয়া পর্যন্ত সমর্থকদের সুইং স্টেটগুলোর জরিপ নিয়ে উৎসাহী না হতেও নির্দেশ দেওয়া হয়েছে।

নিউইয়র্ক টাইমস অবশ্য হিসাব কষে বলছে, রাজ্য ধরে ধরে করা তাদের জনমত জরিপ যদি চার বছর আগের মতো ভুলও হয়, তবুও বাইডেন জয়ী হতে পারেন। পত্রিকাটির সাংবাদিক ন্যাট কোন লিখেছেন, তাদের জরিপ অনুযায়ী শুধু টেক্সাসে জিতলেই মোট ইলেকটোরাল কলেজ ভোটের ৪০০টি পাবেন বাইডেন। ট্রাম্প যদি ঐতিহ্যবাহী সুইং স্টেট হিসেবে খ্যাত পেনসিলভানিয়া বা নেভাদায় জেতেন, তাহলেও বাইডেনই জয় পাবেন না। দুই দলের ঘাঁটি এলাকাগুলোর ভোট হিসাব করেই এমন সমীকরণ দিয়েছেন ন্যাট কোন। যদিও গত নির্বাচনে টেক্সাসে জয় পেয়েছিলেন ট্রাম্প।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *