বোনের মৃত্যু ও একই দিনে মা
একই দিনে মা প্যাট্রিসিয়া ক্যারি ও বোন অ্যালিসন ক্যারিকে হারিয়েছেন জনপ্রিয় গায়িকা মারায়া ক্যারি। বিনোদনবিষয়ক গণমাধ্যম পিপলডটকমকে পাঠানো এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। ‘আমার হৃদয় ভেঙে গেছে, গত সপ্তাহান্তে আমার মা চলে গেছেন। দুঃখজনকভাবে একই দিনে বোনও মারা গেছেন’, বিবৃতিতে এভাবেই বলেছেন ৫৫ বছর বয়সী গ্র্যামিজয়ী গায়িকা। যদিও মারায়ার মা ও বোনের মৃত্যুর...বিস্তারিত