কাল নিজের নামে প্রেক্ষাগৃহ উদ্বোধন করবেন নচিকেতা
নচিকেতা আগামীকাল চালু হচ্ছে পশ্চিমবঙ্গের গায়ক নচিকেতা’র নামে প্রেক্ষাগৃহ। ‘জীবনমুখী’ গানের জন্য ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় নচিকেতা চক্রবর্তী। তার ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’ গানগুলো শ্রোতাদের মুখে মুখে ঘোরে। শ্রোতাপ্রিয় এ শিল্পীর নামে নির্মাণ করা হয়েছে প্রেক্ষাগৃহ। কলকাতার হাওড়া এলাকার আমতা নামের স্থানে নচিকেতার নামে ৮০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি হয়েছে। এর নাম...বিস্তারিত