করোনায় আক্রান্ত দম্পত্তির আশ্রয় মুরগির খামারে
করোনা আক্রান্ত এক দম্পতির আশ্রয় হলো মুরগির খামারে। মা ও ভাইয়েরা বাড়ি থেকে বের করে দিলে খামারের পাশে থাকছে এই্ দম্পতি। এমন ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবপুর বয়তালপাড়ায়। মানুষের জন্য নয়, তৈরি করা হয়েছিলো মুরগির খামার হিসেবে। তাও আবার এখন সেটি পরিত্যক্ত। করোনা শনাক্ত হওয়ার পর পরিবারের কাছ থেকে বিতাড়িত হয়ে এখানেই...বিস্তারিত