fbpx
হোম আন্তর্জাতিক করোনা চিকিৎসায় রাশিয়ায় নতুন ওষুধের অনুমোদন
করোনা চিকিৎসায় রাশিয়ায় নতুন ওষুধের অনুমোদন

করোনা চিকিৎসায় রাশিয়ায় নতুন ওষুধের অনুমোদন

0

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৭৪১ জন। মারা গেছেন ৫ হাজার ৩৭ জন। এমন অবস্থায় রাশিয়া একটি ওষুধ ব্যবহারের ওপর জোড় দিয়েছে।

করোনা চিকিৎসায় অ্যাভিফির নামক একটি ওষুধের অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা চিকিৎসায় গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে এই ওষুধ।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও রাশিয়ান ফার্মাসিউটিক্যাল যৌথভাবে এই ওষুধটি তৈরি করছে।

জানা গেছে, অ্যাভিফির ওষুধটি ১৯৯০ সালে জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লি.- তৈরি ফ্যাভিপিরাভির একটি পরিবর্তিত রূপ। ফ্যাভিপিরাভির ওষুধের ব্র্যান্ড নামই ‘অ্যাভিগান।

এ বিষয়ে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড(আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, ওষুধটি যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে এখনো অনুমোদন পায়নি। একটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৩৩০ জন রোগীর ওপর এই ওষুধ সফলভাবে কাজ করেছে। আমরা বিশ্বাস করি এটি একটি গেম চেঞ্জার ওষুধ। যদি আমাদের রোগীদের এই ওষুধ দিয়ে চিকিৎসা করে সফলতা পাই তাহলে আমরা এটি রফতানির কথা ভাববো।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *