শাহজাদপুর কাপড়ের হাটে বাড়ছে চুরির ঘটনা, হতাশ আড়ৎদাররা
গত প্রায় ২ মাসে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ দেশীয় তাঁতবস্ত্র বিক্রয়ের স্থান শাহজাদপুর কাপড়ের হাটের ৫/৬ টি কাপড়ের আড়ৎ ও তাঁতবস্ত্র বিক্রয়ের দোকানে বেশক’টি চুরির ঘটনা ঘটেছে। এসব প্রতিষ্ঠানের সার্টার ও তালা অক্ষত থাকলেও রাতের আধারে কেবল গায়েব হয়ে গেছে পেটি পেটি, থান থান তাঁতবস্ত্র। এসব ঘটনায় আড়ৎদার ও তাঁতীদের প্রায় ৬ লাখ ৩৮ হাজার টাকার তাঁতবস্ত্র...বিস্তারিত