fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টা
মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টা

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টা

0
লালমনিরহাটে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বজনরা জানান, ২০০৭ সালে আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার খায়রুল ইসলামের সঙ্গে বিয়ে হয় শিউলীর। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে টাকার জন্য শিউলির ওপর নির্যাতন চলাতো মাদকাসক্ত স্বামী খায়রুল ইসলাম। এক সপ্তাহ আগে আবারও শিউলির কাছে টাকা দাবি করে খায়রুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে শনিবার সন্ধ্যায় মা ও ভাইয়ের বৌয়ের সহযোগিতায় শিউলির গায়ে আগুন লাগিয়ে দেন খায়রুল। এ সময় শিউলির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী শিউলি বলেন, আমার হাত-পা শাশুড়ি ধরে রাখে এবং আমার স্বামী আমার শরীরে আগুন লাগিয়ে দেয়। আমি ওদের শাস্তি চাই।

নির্যাতিত ওই নারীর ভাই বলেন, ঘরের দরজা বন্ধ করে আমার বোনের কাপড়ে আগুন লাগিয়ে দেয়। আমরা এ ধরনের কর্মকাণ্ডের শাস্তি চাই।

শরীরের ২৩ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

লালমনিরহাট সদর হাসপাতাল আরএমও ডা. রেজওয়ানা হাফিজ বলেন, কোমর থেকে নিচের অংশ এবং ডান হাত আগুনে পুড়ে গেছে। প্রায় ২৩ % আগুনের পুড়ে গেছে। আমাদের এখানে কেবিনে ওই নারী ভর্তি রয়েছেন। আমরা চেষ্টা করছি, তার যেন চিকিৎসা পরিপূর্ণ হয়।

এ ঘটনায় শনিবার রাতে স্বামী খায়রুল ইসলামসহ তিনজনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় ভুক্তভোগীর ভাই হত্যা চেষ্টার মামলা করলে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *