fbpx
হোম নতুন বছরে দেশ ও জাতির কল্যাণ কামনায় হামদর্দের দোয়া

নতুন বছরে দেশ ও জাতির কল্যাণ কামনায় হামদর্দের দোয়া

ইংরেজি নতুন বছর ২০২১ এ দেশ-জাতির কল্যাণ, প্রতিষ্ঠানের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। গতকাল  শনিবার বাদ জোহর রাজধানীর বাংলামটরে হামদর্দ প্রধান কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। হামদর্দ বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কর্মীরা একযোগে একই সময়ে দোয়া মাহফিল করেন।

দোয়ার আগে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক; হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ২০২০ সালে কোভিড-১৯ এর কারণে সারা পৃথিবীর মানুষ মারাত্মক দুর্যোগে পতিত হয়। ২০২১ এ বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় থাকবে প্রত্যাশা করে তিনি বলেন, বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তে সবার মধ্যে সেবার মনোভাব থাকতে হবে। বাংলাদেশের অগ্রগতি ও উন্নতি এবং হামদর্দের সমৃদ্ধি কামনায় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এ সময় আল্লাহর রহমত কামনা করেন ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশনের সহকারি পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হক ।

এ সময় উপস্থিত ছিলেন হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, সিনিয়র পরিচালক (অর্থ ও হিসাব) মো. আনিসুল হক, পরিচালক (প্রশাসন) অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত), পরিচালক (প্রটোকল এ্যান্ড লিগ্যাল এ্যাফেয়ার্স) মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অবসরপ্রাপ্ত), মোতাওয়াল্লী ও পরিচালক (মানব সম্পদ উন্নয়ন) ডা. হাকীম নার্গিস মার্জান, পরিচালক (ক্রয়) হাকীম সাইফ উদ্দিন মুরাদ, পরিচালক (বিপণন) মো. শরীফুল ইসলামসহ হামদর্দের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।