হঠাৎ পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন পেরুর প্রধানমন্ত্রী অ্যানিবাল তোরেস। স্থানীয় সময় বুধবার (৩ আগস্ট) সকালে তিনি পদত্যাগ করেন। টুইটারে ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে’ এ খবর জানিয়েছেন অ্যানিবাল তোরেস। খবর সুইসইনফো ডটকমের। দেশটিতে প্রেসিডেন্ট হওয়ার এক বছর যেতে না যেতেই পেদ্রো ক্যাস্টিলোর বিরুদ্ধে ফৌজদারী তদন্তের মাত্রা বেড়ে যাওয়ার মধ্যে তোরেস পদত্যাগ করলেন। যদিও তাকে এতদিন ক্যাস্টিলোর অন্যতম মিত্র...বিস্তারিত