৭৫ বছর ধরে গাছ তলায় পাঠদান, কখনও বন্ধ হয়নি যার পাঠশালা !
গাছ তলায় বৃদ্ধের পাঠশালা। সেখানে অনেক শিশুরা সারি ধরে বসে লেখাপড়া করছে। দীর্ঘ ৭৫ বছর ধরে চলছে এই বৃদ্ধের পাঠশালা। কোনো দিনই বন্ধ হয়নি তার পাঠশালা। শুধু ছোটদের নয়, বড়দেরও পড়িয়ে চলেছেন এই বয়স্ক মানুষটি। নাম নন্দা প্রাস্টি। দিনের বেলায় ছোটদের পড়ান ও রাতে তিনি সময় করে নিয়েছেন বড়দের পড়ানোর জন্য। ভারতের ওড়িশা রাজ্যে বারতন্ডা...বিস্তারিত