বিশ্বের সর্ববৃহৎ কার্পেট তৈরী করলো ইরান
বিশ্বের সর্ববৃহৎ কার্পেট তৈরী করেছে ইরান। ইরানের তাবরিজ শহরে শুরু হওয়া আন্তর্জাতিক কার্পেট মেলায় কার্পেটটি প্রদর্শিত হচ্ছে। মেলার উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এই সর্ববৃহৎ কার্পেট তৈরির সাথে সম্পৃক্ত আহাদ আজিমযাদেহ জানান, ৬০০ বর্গমিটারের কার্পেটটি তৈরি করতে সময় লেগেছে সাত বছর এবং এতে ২২০জন তাঁতি অংশ নেন। উল্লেখ্য যে, ইরান বিশ্বের বৃহত্তম কার্পেট...বিস্তারিত