fbpx
হোম আন্তর্জাতিক ভারতের ঝাড়খণ্ড হাতছাড়া হচ্ছে ক্ষমতাসীন দল বিজেপির
ভারতের ঝাড়খণ্ড হাতছাড়া হচ্ছে ক্ষমতাসীন দল বিজেপির

ভারতের ঝাড়খণ্ড হাতছাড়া হচ্ছে ক্ষমতাসীন দল বিজেপির

0

এবার ভারতের ঝাড়খণ্ড হাতছাড়া হচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির। রাজ্যটির বিধানসভা নির্বাচনে পরাজয়ের মুখে বিজেপি প্রার্থী।

আজ সোমবার সকাল থেকে ভোট গণনার পর এমনই আভাস মিলল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) জোট ফলাফলে এগিয়ে রয়েছে।

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে প্রকাশ, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে কংগ্রেস ও জেএমএম পেয়েছে ৪০টি আসন। বিজেপি পেয়েছে ৩০টি আসন। অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) ও জিভিএম পেয়েছে পেয়েছে ৩টি করে আসন। এছাড়া অন্যান্য দলগুলো পেয়েছে ৪টি আসন।

সর্বশেষপ্রাপ্ত ফলাফল অনুযায়ী ঝাড়খণ্ডে আর ক্ষমতায় যেতে পারছে না মোদির বিজেপি পার্টি। কেননা রাজ্যটিতে ক্ষমতায় যেতে প্রয়োজন ৪১টি আসনের। আর সে লক্ষ্যে পৌঁছুতে কংগ্রেস ও জেএমএ জোটের দরকার মাত্র ১টি আসনের।

উল্লেখ্য, ৮১ আসন বিশিষ্ট রাজ্যটির বিধান সভার নির্বাচন হয় পাঁচ ধাপে ভোটগ্রহণের মাধ্যমে। প্রথম ধাপের ভোট হয় ৩০ নভেম্বর ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হয় ২০ ডিসেম্বর।

২০১৪ সালের নির্বাচনে ৩৫টি আসন পেয়ে অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) এর সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল বিজেপি।

তখন এজেএসইউ পেয়েছিলো পাঁচটি আসন। কিন্তু এবার এজেএসইউ বিজেপির সঙ্গে জোটবদ্ধ না হয়ে একাই অংশ নিয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *