fbpx
হোম আন্তর্জাতিক ঝাড়খণ্ড হাতছাড়া হতে যাচ্ছে বিজেপির
ঝাড়খণ্ড হাতছাড়া হতে যাচ্ছে বিজেপির

ঝাড়খণ্ড হাতছাড়া হতে যাচ্ছে বিজেপির

0

আজ ঝাড়খণ্ড বিধানসভাযর ভোট গণনা চলছে। ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ৫ দফায় ভোট হয়েছে।

অপরদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেনের নেতৃত্বে জেএমএম-কংগ্রেস-আরজেডি বিরোধী জোট লড়েছে। তিনটি এক্সিট পোলের মধ্যে দুটিতেই ইঙ্গিত, বিরোধী জোটই এবার ক্ষমতায় ফিরবে ঝাড়খণ্ডে। একটি বুথফেরত সমীক্ষা বলেছে, ত্রিশঙ্কু হতে পারে ফল। কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ২০১৪ সালে ঝাড়খণ্ডে বিজেপি জিতেছিল ৩৭টি আসন। তাদের জোটসঙ্গী এজেএসইউ জিতেছিল ৫টি আসন।

‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা বলছে, ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ৩৮-৫০টি আসন যেতে পারে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের হাতে। আর বিজেপির আসতে পারে ২২-৩২টি আসন। টাইমস নাও-এর এক্সিট পোল তিন দলের জোটকে দিয়েছে ৪৪টি আসন, আর বিজেপির ভাগ্যে ২৮টি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *