fbpx
হোম অন্যান্য একসঙ্গে ৩০০ কুকুরকে আশ্রয় দিয়ে নেট দুনিয়ায় তোলপাড় !
একসঙ্গে ৩০০ কুকুরকে আশ্রয় দিয়ে নেট দুনিয়ায় তোলপাড় !

একসঙ্গে ৩০০ কুকুরকে আশ্রয় দিয়ে নেট দুনিয়ায় তোলপাড় !

0

ধেয়ে আসছে হ্যারিকেন ‘ডেলটা’। আর এই হারিকেনে মেক্সিকোর ইউকাটান প্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চল‌ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই পরিস্থিতিতে মানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত রাখলেন রিকার্ডো পিমেন্টেল নামের এক ব্যক্তি। ২০ বা ৩০টি নয়, একসঙ্গে ৩০০টি কুকুরকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন তিনি। তবে শুধু কুকুর নয়, পোষা বিড়াল, মুরগি এবং একটি হেজহগও তার বাড়িতে আশ্রয় পেয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই খবর। নেটিজেনরাও রিকার্ডোর এই কাজের প্রশংসায় পঞ্চমুখ।

আসলে ২০ বছর আগে পশুদের জন্য একটি খামার খুলেছিলেন রিকার্ডো। নাম দিয়েছিলেন টিয়েরা দে অ্যানিমালস। এরপর সেখানে একে একে এসেছে অনেক পশুই। কাউকে তিনি রাস্তা থেকে উদ্ধার করেন। কাউকে আবার জঙ্গল থেকে। এভাবে সেখানে বর্তমানে ৩০০টিরও বেশি কুকুর থাকে। এছাড়াও রয়েছে মুরগি থেকে শুরু করে একাধিক পশু। এদিকে, হ্যারিকেন ডেলটা’র কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে খামার। আর তাই ওই পশুদের পাশেই অবস্থিত নিজের বাড়িতেই নিয়ে এসেছেন রিকার্ডো।

এদিকে, হ্যারিকেনের কারণে নাও মিলতে পারে পশুদের খাবার। আর তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাহায্যের জন্যও আবেদন জানান রিকার্ডো। এই প্রসঙ্গে বলেন, আমার যদি ১০-২০টি কুকুর থাকত, তাহলে কোনও চিন্তা ছিল না। কিন্তু এখানে অন্তত ৩০০টি কুকুর রয়েছে। হ্যারিকেন ডেলটার জন্য ওদের প্রত্যেককে নিজের বাড়িতে এনে রেখেছি। কিন্তু এদের খাবারের জোগাড় করে রাখাটা দরকার ছিল। তাই সাহায্যের প্রয়োজনও ছিল।

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় সাহায্যের জন্য পোস্ট করার পর বিশ্বের বহু প্রান্ত থেকে সাহায্য পেয়েছেন রিকার্ডো। ‌অনেকেই তার এই কাজের প্রশংসা করে পাশে থাকার বার্তাও দিয়েছেন। তার এই কাজে যেমন এগিয়ে এসেছে তার ২০ বছর বয়সী কন্যা, তেমনই এগিয়ে এসেছেন বন্ধু আর আত্মীয়রাও। আর ওই অবলা জীবদের এভাবে সাহায্য করতে স্বভাবতই খুশি রিকার্ডোও। এক সাক্ষাৎকারে সেকথা জানালেনও তিনি। আপাতত ঝড়ের হাত থেকে এই পশুদের রক্ষাই তার মূল উদ্দেশ্য।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *