fbpx
হোম অন্যান্য জুট মিল খুলে দেয়ার দাবিতে সিরাজগঞ্জে শ্রমিক সমাবেশ
জুট মিল খুলে দেয়ার দাবিতে সিরাজগঞ্জে শ্রমিক সমাবেশ

জুট মিল খুলে দেয়ার দাবিতে সিরাজগঞ্জে শ্রমিক সমাবেশ

0

বন্ধ থাকা জাতীয় জুট মিল খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে সিরাজগঞ্জে শ্রমিক সমাবেশ ও জনসভা করেছে জাতীয় জুট মিল শ্রমিক সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের মুক্তির সোপান এ শুরু হওয়া এ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় জুট মিল শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের উপদেষ্টা ও জাতীয় মুক্তি কাউন্সিলের জেলা আহবায়ক মো. বরকত উল্লাহ, মিলের শ্রমিক মনিরুল ইসলাম, সেলিম হোসেন, বাবুল আক্তার প্রমূখ।

বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, গত ২ জুলাই মিল বন্ধ হওয়ার পর একমাসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং দুই মাসের মধ্যে পাবলিক প্রাইভেট প্রোসিডিউর (পিপিপি) পদ্ধতিতে মিল চালু করার যে আশ্বাস সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল তা আজও বাস্তবায়ন করা হয়নি। ফলে কর্মহীন হয়ে পড়া ২২০০ শত শ্রমিক অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন।

তারা শ্রমিকদের দুর্বার আন্দোলন গড়ে তুলে দাবি আদায়ের আহবান জানান। তাদের দাবি সমূহঃ এক. অবিলম্বে মজুরী কমিশনের এরিয়াসহ শ্রমিক – কর্মচারীদের সকল আইনানুগ ও ন্যায্য বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা প্রদান করা। দুই. বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে পাট কলগুলোতে কথিত লোকসানের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তি দেয়া। তিন. অবিলম্বে জাতীয় জুট মিলসহ ২৫ টি পাটকল রাষ্ট্রীয় মালিকানায় পুনরায় চালু করে লাভজনক ভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *