fbpx
হোম আন্তর্জাতিক জীবন বাঁচাতে পালাচ্ছেন ইথিওপিয়ার জনগণ !
জীবন বাঁচাতে পালাচ্ছেন ইথিওপিয়ার জনগণ !

জীবন বাঁচাতে পালাচ্ছেন ইথিওপিয়ার জনগণ !

0

ইথিওপিয়ায় গৃহযুদ্ধ থেকে বাঁচতে দেশটির টিগ্রে অঞ্চল ছেড়ে পালাচ্ছেন সেখানকার বাসিন্দারা ৷ অনেকেই আশ্রয় নিয়েছেন সুদান-ইথিওপিয়া সীমান্তে ৷

ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে চলমান লড়াই থেকে বাঁচতে দেশটির সঙ্গে সুদানের সীমান্তে আশ্রয় নিয়েছেন অনেক শরণার্থী ৷ দুই পক্ষের সংঘাতে নারী ও শিশুদের ভোগান্তিও চরমে পৌঁছেছে ৷ জাতিসংঘ সেখানে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন ঘটছে বলে সতর্ক করেছে ৷

টিগ্রে থেকে পালিয়ে আসা ইথিওপীয়রা সেটিট নদী পার হওয়ার পর নৌকা থেকে নিজেদের মালামাল তুলে নিয়ে পালিয়ে যাচ্ছেন জীবন বাঁচাতে ৷ টিগ্রেতে সংঘাত শুরুর পর অন্তত চল্লিশ হাজার মানুষ এলাকা ছাড়া হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ ৷

এদিকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ গতবছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ৷ ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের বৈরি সম্পর্কের অবসান ঘটিয়ে শান্তি স্থাপনে সক্ষম হওয়ায় তাকে এই পুরস্কার দেয়া হয় ৷ তবে, দেশটির বর্তমান অশান্তি পরিস্থিতি নিরসনে তিনি যথার্থ ভূমিকা রাখতে পারছেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *