fbpx
হোম আন্তর্জাতিক এক বছর পর ইসরাইলি কারাগার থেকে ফিলিস্তিনি নারী সাংবাদিকের মুক্তি লাভ
এক বছর পর ইসরাইলি কারাগার থেকে ফিলিস্তিনি নারী সাংবাদিকের মুক্তি লাভ

এক বছর পর ইসরাইলি কারাগার থেকে ফিলিস্তিনি নারী সাংবাদিকের মুক্তি লাভ

0

দীর্ঘ ১৩ মাস পরে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি লেখক ও সাংবাদিক লামা খাতের। খাতারের স্বামী হযেম আল ফাখুরি তুরস্ক ভিত্তিক নিউজ মাধ্যম আনাদোলু এজেন্সিকে জানান, পশ্চিম তীরের জালামেহ চেকপয়েন্টে তাকে মুক্তি দেওয়া হয়। লামা সুস্থ আছেন এবং এখন নিজ বাসার পথে রওনা দিয়েছেন।

৪২ বছর বয়সী খাতেরের ৫টি সন্তান রয়েছে। গত বছরের ২৪ জুলাই ফিলিস্তিনের হেবরন এলাকার বাসা থেকে ইসরাইলি সৈন্যরা তাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ফিলিস্তিনি আরবি পত্রিকা এবং অনলাইন নিউজ সাইটে ইসরাইল বিরোধী নিবন্ধ প্রাকশের অভিযোগ আনা হয়। গ্রেফতারের পর তাকে ইসরাইলের অ্যাশেকেলন কারাগারে স্থানান্তর করা হয়।

এছাড়াও গ্রেফতারের কিছুদিন আগে তিনি আল-আকসা মসজিদে মুসলমানদের প্রবেশ ও ইবাদত করার ক্ষেত্রে সীমাবদ্ধতা নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছিলেন। আর এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয় বলে ধারণা করা হয়।

একটি সূত্র মতে, ইসরাইলি কারাগারে এখনো প্রায় ৬০জন ফিলিস্তিনি মহিলা আটক আছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *