fbpx
হোম আন্তর্জাতিক মালিঙ্গার জীবনের শেষ ওয়ানডে
মালিঙ্গার জীবনের শেষ ওয়ানডে

মালিঙ্গার জীবনের শেষ ওয়ানডে

0

বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম ওয়ানডে খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসর নিবেন ক্রিকেট ইতিহাসে দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলংকার অন্যতম পেসার লাথিস মালিঙ্গা। এমন তথ্যই আগে থেকে জানিয়ে আসছেন লাথিস মালিঙ্গা। আজ সেই বিদায়ক্ষন। তবে তিনি টি-টোয়েন্টি খেলবেন বলে জানান।

তিনি বলেন, ‘এখন নতুন ভাবে দল গঠনের প্রক্রিয়া চলছে। এটাই আমার সরে দাঁড়ানোর সঠিক সময়। তাতে নতুনরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। আমি বিদায় নিলে উদীয়মান ক্রিকেটাররা খেলতে পারবে। আগামী বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করবে’।

ঝাঁকড়া চুলের এই পেসারের রয়েছে নিজ দলের হয়ে অনেক অবদান। ৩৫ বছর বয়সী লাথিস মালিঙ্গা এ পর্যন্ত ২১৯টি ম্যাচে মোট ৩৩৫ উইকেট শিকার করেন। রয়েছে অসংখ্য রেকর্ড। যার মধ্যে তিনবার হেট্রিক, এক বিশ্বকাপে সর্বোচ্চ ১২উইকেট, ওয়ানডেতে ৫নম্বর তালিকা ছাড়াও রয়েছে ছোট-বড় অনেক রেকর্ড।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *