fbpx
হোম রাজনীতি ৩১ বছর ক্ষমতার বাইরে থেকেও শক্তিশালী অবস্থানে জাতীয় পার্টি: জিএম কাদের
৩১ বছর ক্ষমতার বাইরে থেকেও শক্তিশালী অবস্থানে জাতীয় পার্টি: জিএম কাদের

৩১ বছর ক্ষমতার বাইরে থেকেও শক্তিশালী অবস্থানে জাতীয় পার্টি: জিএম কাদের

0

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, দীর্ঘ ৩১ বছর ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি এখনো অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রতিদিন আমাদের সমর্থক বাড়ছে, সংগঠনের শক্তি বাড়ছে। এটা আমরা বড়াই করে বলছি না। আপনারা যাচাই করে দেখতে পারেন। আমাদের মিছিল-মিটিংয়ে অনেক মানুষ হয়। আমাদের কথা শোনার জন্য বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে আগ্রহ দেখাচ্ছে ও আস্থা অনেকটা বেড়েছে। সেটা সামনের দিকে আরও বাড়বে বলে আশা করছি।

মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর সার্কিট হাউজে এলে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি নগরীর দর্শনার পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জিএম কাদের এমপি বলেন, দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সুখকর নয়, ভালো নয়। দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, ইজ্জতের দাম নেই, বেড়াতে গিয়ে নারী গণধর্ষণের শিকার হচ্ছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থা নাজুক। এখন করোনার পর ওমিক্রন যেভাবে দেখা দিয়েছে। যদি ওমিক্রন বড় ধরনের আঘাত হানে তা প্রতিরোধের সক্ষমতা সরকারের নেই। কারণ সরকার সেভাবে প্রস্তুত নয়, এটাই আমার মনে হচ্ছে। বিরোধীদলীয় উপনেতা বলেন, দেশে বর্তমানে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। অনেকেই কোনো কাজ না পেয়ে ঘটিবাটি, বাড়িঘর, জমিজমা বিক্রি করে বিদেশে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে জীবন দিচ্ছেন। তারপরও জীবিকার আশায় মানুষ বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। বর্তমান সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতি, এর কোনো কারণও নেই। তেলের দাম সরকারিভাবে বাড়ানো হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *