fbpx
হোম জাতীয় সীমান্ত হত্যা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত হত্যা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত হত্যা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

0

সীমান্তে হত্যাকাণ্ড সংঘটিত হলে বিজিবি-বিএসএফ তদন্ত করে মূল কারণ বের করে এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারত-বাংলাদেশ এক যোগে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে সীমান্ত হত্যা হবে না। তারপরও ঘটনা ঘটে। এটা শুধু কুড়িগ্রামে নয়। অন্য সীমান্তেও ঘটে। কারণ দেশের চতুর দিকে ভারত ও মিয়ানমার। এত বড় সীমান্ত এটা একটা ঐতিহাসিক ঘটনা। আমরা আন্তরিক যেন এমন ঘটনা না ঘটে।

আর ফেলানী হত্যাকাণ্ডের ব্যাপারে মন্ত্রী বলেন, এটি একটি পুরনো ঘটনা। তাই তিনি মন্তব্য করতে চাননি।

র‌্যাবের আয়োজনে মঙ্গলবার কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণে এসে কুড়িগ্রামে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অহেতুক কারণে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়নি। হামলা, অগ্নিসংযোগসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলেই মামলা হচ্ছে। বিএনপির বিরুদ্ধে মামলা হয়না মামলা হয় অপরাধীদের বিরুদ্ধে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির নেতাকর্মীদের পুলিশ আটক করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাউকে হয়রানি করা হচ্ছে না। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।’ তিনি আরও বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের নামে অহেতুক মামলা হচ্ছে না। মাঠ ঘোলা করতে মিথ্যাচার করা হচ্ছে।’

মঙ্গলবার দুপুরে রংপুর র‌্যাব-১৩ এর উদ্যোগে কুড়িগ্রাম পৌর শহরের ধরলা নদীর দক্ষিণ পাশে পাঁচগাছি এলাকায় এক হাজার ৬০টি কম্বল বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি আসলাম হোসেন সওদাগর, এমপি পনির উদ্দীন আহমেদ, এমপি অধ্যক্ষ এমএ মতিন, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লা আল মামুন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দীন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *