fbpx
হোম জাতীয় যারা ঘুস দেয়, তাদের জায়গা জাহান্নামে: অর্থমন্ত্রী
যারা ঘুস দেয়, তাদের জায়গা জাহান্নামে: অর্থমন্ত্রী

যারা ঘুস দেয়, তাদের জায়গা জাহান্নামে: অর্থমন্ত্রী

0

যারা ঘুস দেয়, তাদের জায়গা জাহান্নামে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

শুল্ক ও কর কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা ঘুস দিচ্ছেন কেন? আপনাদের কাছে অনুরোধ, ঘুস দেবেন না।’

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত পরামর্শক সভায় তিনি এসব মন্তব্য করেন।

সভায় শুল্ক ও কর কর্মকর্তাদের সর্তক করে দিয়ে অর্থমন্ত্রী হাদিসের উদ্ধৃতি দেন। তিনি বলেন, ‘ঘুস দেওয়া যাবে না। যারা ঘুস দেয়, তাদের জায়গা হবে জাহান্নামে।’

আগামী (২০২২-২৩) অর্থবছরের বাজেটেও ব্যবসায়ীরা জিতবেন বলে সভায় মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘এবারের বাজেটের মূল থিম হচ্ছে ‘উইন উইন সিচুয়েশন (সবার জন্য সমান সুযোগ)’। অর্থাৎ আগামী বাজেটে আপনারা কেউ হারবেন না, জিতবেন। পাশাপাশি আপনাদের সঙ্গে আমাদের সরকারও জিতবে। আমরা সবাই জিতব।সরকার সব ক্ষেত্রে বেশি নিল, ব্যবসায়ীরা কিছু পেল না— এ অভিযোগ সরকার শুনতে চায় না।’

ব্যবসায়ীদের প্রশংসা করে মুস্তফা কামাল বলেন, ‘গত ১৩ বছরে রাজস্ব আটগুণ বেড়েছে। এতে ব্যবসায়ীদের অবদান রয়েছে।  তবে ব্যবসায়ীদের এটাও মনে রাখতে হবে আগামীতেও কর পরিশোধ করতে হবে। তা না হলে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে অথবা মেগাপ্রকল্প সরকার কীভাবে শেষ করবে!’

ব্যবসায়ীদের আশ্বস্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘করোনার কারণে গত দুই বছরে আমরা অনেক পিছিয়েছি। এখন আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা ঠকবেন না। আমরা আপনাদের ঠকতে দেবো না। আপনারা যদি ঠকেন তাহলে দেশ পিছিয়ে যাবে।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *