fbpx
হোম রাজনীতি প্রধানমন্ত্রীকে ‘হত্যার চক্রান্ত’ তদন্ত চাইলেন হারুনুর রশীদ
প্রধানমন্ত্রীকে ‘হত্যার চক্রান্ত’ তদন্ত চাইলেন হারুনুর রশীদ

প্রধানমন্ত্রীকে ‘হত্যার চক্রান্ত’ তদন্ত চাইলেন হারুনুর রশীদ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেন, আমি নিজ কানে শুনেছি সরকারি দলের একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছেন। তিনি এই বিষয়ে স্পষ্ট জানতে চান। এটি উড়িয়ে দেয়ার সুযোগ নেই। আসলেই এ ধরনের চক্রান্ত হচ্ছে কি না, কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত- তা বের করতে গভীরভাবে তদন্ত করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সুষ্পষ্ট বক্তব্যও দাবি করেন।

বুধবার সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে। অর্থের বিনিময়ে সরকারি দলের লোকজনও এই চক্রান্তের সঙ্গে জড়িত। আবুল কালাম আজাদের ওই বক্তব্য উদ্ধৃত করে বিএনপির এই সংসদ সদস্য এ দাবি জানান।

হারুনুর রশীদ বলেন, যারা গুম হয়েছে, তাদের পরিবার কি আইনের আশ্রয় পাবে না? যারা আন্দোলন-সংগ্রামে গুলিতে মারা যাচ্ছে, তা এক জিনিস আর গুম সম্পূর্ণ ভিন্ন বিষয়। তিনি প্রশ্ন রাখেন, দুর্নীতি, টাকা পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সড়ক দুর্ঘটনা এগুলো কি কমেছে? নির্বাচন ব্যবস্থার কি উন্নয়ন হয়েছে?

বর্তমান নির্বাচন কমিশনকে ‘জাদুর বাক্স’ আখ্যা দিয়ে বিএনপির এই সংসদ সদস্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, যাদের দায়িত্ব দিয়েছেন তাদের সংযত হয়ে কথা বলতে বলুন। তিনি ইভিএম নিয়ে নির্বাচন কমিশনারদের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, গত নভেম্বরে তার নির্বাচনী এলাকায় ইভিএমে যে পৌরসভা নির্বাচন হয়েছে সেখানে ভোট ডাকাতি হয়েছে। যদি নির্বাচন কমিশন প্রমাণ করতে পারে যে ডাকাতি হয়নি, তাহলে যে জরিমানা করবে তা তিনি দেবেন।

এমপি হারুন বলেন, ভারত বাংলাদেশকে পানিতে মারছে। তারা এ দেশের বন্দর ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশকে ট্রানজিট দিচ্ছে না। প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে ভারতের আনুগত্যের জন্য নয়, এটা নিশ্চিত করতে হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *