fbpx
হোম রাজনীতি আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে: তথ্যমন্ত্রী
আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে: তথ্যমন্ত্রী

আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে: তথ্যমন্ত্রী

0

নারায়ণগঞ্জে আত্মরক্ষার্থে বাধ্য হয়ে পুলিশ গুলি চালিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় শাওন নামে যে যুবক নিহত হয়েছেন তিনি যুবদলকর্মী না পথচারী তা এখনো স্পষ্ট নয়।

নিহত শাওনের সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, শাওন যুবদলকর্মী না পথচারী এখনো সে বিষয়ে স্পষ্ট হয়নি। পরে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ২নং রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এতে একজন নিহত ও পুলিশসহ অনেকে আহত হয়েছেন।

জানা যায়, দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আয়োজনে শহরের মন্ডলপাড়ায় সমাবেশ চলছিল। এরপর শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে শোভাযাত্রা বের করতে গেলে শহরের ২ নং রেলগেট এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে ও নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে শাওন মারা যায়।

সংঘর্ষ শুরুর দুই ঘণ্টা পর দুপুর ১২টা ৩৫ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নিহত শাওনকে যুবদলের কর্মী বলে দাবি করা হয়।

বিএনপির পোস্টটিতে লেখা হয়েছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির র‍্যালিতে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক নেতাকর্মী। গুলিবিদ্ধ যুবদল কর্মী শাওনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *