fbpx
হোম আন্তর্জাতিক নিউইয়র্কে গভীর রাতে ৪১ জন গুলিবিদ্ধ, নিহত ৪
নিউইয়র্কে গভীর রাতে ৪১ জন গুলিবিদ্ধ, নিহত ৪

নিউইয়র্কে গভীর রাতে ৪১ জন গুলিবিদ্ধ, নিহত ৪

0

করোনা ভাইরাসে বিপর্যস্ত নিউইয়র্ক নগরীতে হঠাৎ করে রবিবার রাতে নগরীর বিভিন্ন জায়গায় ৪১জন গুলিবিদ্ধ হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।

রবিবার রাত ১২.৪০ মিনিটে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কে। ২০ বছর বয়সী যুবক নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন। পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ ওই যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও সে আর প্রাণে বাঁচতে পারে নি।

ম্যানহাটনের হারলামে রাত ২.৪০ মিনিটে ২৩ বছর বয়সী আরেক যুবক গুলিবিদ্ধ হলে নিজে হাসপাতালে যাওয়ার ১ মিনিট পর মারা যান। ব্রুকলিনের ফ্লাটবুশে ১৯ ও ২৭ বছর বয়সী দু’জন রাত ৪.২০ মিনিটে গুলিবিদ্ধ হন।

আহতদের কিংস কাউন্টি হাসপাতালে ভর্তি করা হলে ১৯ বছর বয়সী তরুণ মারা যান। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক ৪০ মিনিট পর ব্রুকলিনের ব্রাউন্সভিলে ৪০ বছর বয়সী ব্যক্তি গুলিবিদ্ধ হন। গুরতর অবস্থায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে নিকটবর্তী ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া ব্রুকলিনে ২২ ও ২৩ বছর বয়সী আরও দু’জন গুলিবিদ্ধ হন। এর মধ্যে একজন নারী রয়েছেন। তবে এসব ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করা হয়নি বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে। নিউইয়র্কে করোনা–পরবর্তী সময়ে কর্মহীন লোকের সংখ্যা বেড়েছে। করোনা নিয়ে মানুষের মাঝে এখনো আতংক বিরাজ করছে। কর্মহীন মানুষগুলো অজানা ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে, একরাতে ৪১ জন মানুষ অস্ত্রধারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে ৪ জন প্রাণ হারালো। ফলে নগরীর নাগরিকদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা আরো বেড়ে গেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *