fbpx
হোম প্রবাস সৌদি ভিসার মেয়াদ বাড়লো আরও ৩ মাস
সৌদি ভিসার মেয়াদ বাড়লো আরও ৩ মাস

সৌদি ভিসার মেয়াদ বাড়লো আরও ৩ মাস

0

করোনা পরিস্থিতিতে ছুটিতে আটকে পড়া প্রবাসীদের ইকামা এবং ভিসার মেয়াদ তিন মাস বাড়িয়েছে সৌদি আরব সরকার। করোনা পরিস্থিতিতে যেসব প্রবাসীরা ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং ইকামা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদের ভিসা এবং ইকামার মেয়াদ ৩ মাস বৃদ্ধির ঘোষণা দিয়েছেন স্বয়ং বাদশা সালমান।

রবিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি মারফত জানায় যে, মেয়াদ উত্তীর্ণ ইকামা ও ভিসার মেয়াদ কোন রকম বিলম্ব ফি ছাড়াই আরো তিন মাসের জন্য বাড়ানো হলো। এবং পরবর্তীতে যাদের ইকামার মেয়াদোত্তীর্ণ হবে, তাদের ইকামার মেয়াদও ৩ মাসের জন্য বেড়ে যাবে।

মূলত, করোনা ভাইরাস মহামারীতে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের উপর অর্থনৈতিক চাপ কমাতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরে অবস্থান করা প্রবাসীদের ইকামার মেয়াদও দ্বিতীয় দফায় ৩ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ঘোষিত অন্যান্য আদেশ সমূহ হলোঃ

১. সৌদি আরবের অভ্যন্তরে বিদেশি নাগরিকগণ দ্বিতীয়বারের মতো আরো তিন মাসের ইকামা নবায়ণ সুযোগ পাবে কোন প্রকার ফি ছাড়া ।

২. যে সকল ব্যক্তি ফাইনাল এক্সিট লাগিয়ে এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেননি, আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় তাদেরকে আরো তিন মাস বৈধভাবে থাকার সুযোগ দিয়েছে।

৩. ছুটিতে থাকা বিদেশি নাগরিকদের ইকামা শেষ হয়েছে অথবা হবে সে সকল ব্যক্তিদের আরও তিন মাসের মেয়াদ বৃদ্ধি করে দেয়া হবে কোন প্রকার জরিমানা ছাড়া।

৪. সৌদি আরবের বাইরে থাকা যেসকল বিদেশি নাগরিকদের ছুটি শেষ হয়ে গিয়েছে অথবা যাদের শেষ হবে তাদেরকে আরো তিন মাসের বাড়তি ছুটি দেয়া হবে এ ক্ষেত্রে কোনো জরিমানা আসবে না।

৫. আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় যারা এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেনি তাদের ছুটি পুনরায় তামদিদ করতে পারবে এক্ষেত্রে কোনো জরিমানা আসবে না।

৬. ভিজিট ভিসায় আটকে পড়া বিদেশি নাগরিকগণ আরো তিন মাস বৈধ ভাবে থাকার সুযোগ পাবে এক্ষেত্রে কোন সরকারি ফি প্রয়োজন হবে না। উল্লেখ্য, ইকামার মেয়াদ বিনামূল্যে তিন মাস বৃদ্ধি পাওয়াতে বাংলাদেশি প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবেন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *