fbpx
হোম তারুণ্য তরুণদের জনপদ বাংলাদেশ
তরুণদের জনপদ বাংলাদেশ

তরুণদের জনপদ বাংলাদেশ

0

জনসংখ্যার এইজ গ্রুপ বিবেচনায় বাংলাদেশ এখন তরুণদের দেশ। দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের বয়স ২৫ বছর বা তার নিচে। জনসংখ্যাতাত্ত্বিক এই পরিস্থিতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় সুযোগ এনে দিয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে আগের বারের চেয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়ে ১৩৬তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। এই অগ্রগতির অন্যতম কারণ হলো তরুণ সমাজ।

গবেষকদের মতে, জনসংখ্যাতাত্ত্বিক এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হলে আরও বেশি ও ভালো কাজের সুযোগ সৃষ্টি করতে হবে, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। আর বিনিয়োগ করতে হবে উৎপাদনশীল খাতে।

অর্থনীতিবিদদের মতে, শ্রমশক্তির মান উন্নয়ন করতে না পারলে জনসংখ্যাতাত্ত্বিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ট) বোঝা হয়ে দেখা দিতে পারে বেকারত্ব বৃদ্ধির মাধ্যমে। এই সুবিধা তিন দশকের মতো সময় পাওয়া যাবে। এরপর বয়স্ক মানুষের অনুপাত বাড়বে। অর্থনীতির ওপর বোঝা হয়ে দাঁড়াবে, যা চীনের ক্ষেত্রে হয়েছে। বয়স কাঠামোর সুবিধা পেতে প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। সেই সঙ্গে মানসম্পন্ন শিক্ষার ওপর জোর দিতে হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *