fbpx
হোম তারুণ্য রকমারি’র বেস্ট সেলার বইয়ের তালিকায় মিনারের লেখা ‘প্রিয়তমা- তোমাকে যেভাবে চাই’
রকমারি’র বেস্ট সেলার বইয়ের তালিকায় মিনারের লেখা ‘প্রিয়তমা- তোমাকে যেভাবে চাই’

রকমারি’র বেস্ট সেলার বইয়ের তালিকায় মিনারের লেখা ‘প্রিয়তমা- তোমাকে যেভাবে চাই’

0

সময়ের উদীয়মান তরুণ কবি ও গীতিকার রাকিবুল এহছান মিনারের লেখা “প্রিয়তমা- তোমাকে যেভাবে চাই” নামে প্রকাশিত পঞ্চম কাব্যগ্রন্থটি দেশের বই ক্রয়ের শীর্ষ ই-বাণিজ্যিক ওয়েবসাইট ‘রকমারি’তে প্রি-অর্ডারে বেস্ট সেলার বইয়ের খ্যাতি কুড়াচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রকমারির ওয়েবসাইট অনুসন্ধান করে এ তথ্য জানা যায়।

রকমারির সাইটে ৩৬৫টি নতুন বইয়ের মধ্যে প্রি-অর্ডারে সবার শীর্ষে রয়েছে রাকিবুল এহছান মিনারের ধর্মীয় ও ভক্তিমূলক কাব্যগ্রন্থ “প্রিয়তমা– তোমাকে যেভাবে চাই”। দ্বিতীয় অবস্থানে রয়েছে রম্য লেখক হিসেবে পরিচিত সোহাইল রহমানের সমকালীন গল্পের বই “গ্রিন কফি” এবং তৃতীয় অবস্থানে রয়েছে গল্পকার সুজিত দেব রায়ের রোমান্টিক কাব্যগ্রন্থ “হিজাব রাঙা কন্যা”।

“প্রিয়তমা– তোমাকে যেভাবে চাই” বইটির বিষয়ে জানতে চাইলে বইটির লেখক রাকিবুল এহছান মিনার বলেন, ‘সফলতা মহান আল্লাহ্ রাব্বুল আ’লামিনের অপার নেয়ামত। সবার মতো আমিও আনন্দিত। কারণ “প্রিয়তমা তোমাকে যেভাবে চাই” বইটি আমার কাছে শুধুমাত্র মলাটবদ্ধ প্রচ্ছদে মোড়ানো কাব্যগ্রন্থ নয়, বহু বছরের লালিত স্বপ্নের দৃশ্যমান বাস্তবায়নও। আমি আমার প্রবাস জীবন পারিবারিক জীবন ও শারীরিক বেশ কিছু অসুস্থতার শত ঘাতপ্রতিঘাতের মধ্যেও এ স্বপ্ন বাস্তবায়নের পথে কখনোই থেমে যাইনি। আলহামদুলিল্লাহ্‌ অবশেষে মহান আল্লাহ্ রাব্বুর আ’লামিন আমার সেই নিরলস সংগ্রাম ও ঐকান্তিক প্রচেষ্ঠার সুফল আমাকে বহুগুণ বৃদ্ধি করে দিতে শুরু করেছেন, আমি আমার রবের কাছে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘যেসব প্রিয়জনেরা আমার বইটি ক্রয় করে আমাকে এই সফলতার চূড়ায় এনে দাঁড় করিয়েছেন তাদের সবার প্রতিও আমি যার পর নাই কৃতজ্ঞ। এভাবেই সম্মানের সাথে দুনিয়ার জীবন শেষ করে অনন্ত জীবনের চূড়ান্ত সফলতা পেতে সবাই আমাকে আপনাদের দোয়ার মোনাজাতে শরিক রাখবেন এতটুকুই আকুল আবেদন।’

নিলাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই মানবিক কাজে ব্যয় করা হবে বলে তখন জানিয়েছিলেন বইটির লেখক কবি রাকিবুল এহছান মিনার।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টার দিকে “প্রিয়তমা– তোমাকে যেভাবে চাই” বইটির প্রথম কপি পাঠকদের সামনে নিলামে উঠানো হয়। নিলাম শুরু হওয়ার বিশ মিনিটের মাথায় মাত্র ৩০০ টাকা মূল্যমানের বইটির দাম উঠে যায় ২০ হাজার টাকা। সর্বশেষ দুই ঘণ্টায় সে দাম বিশ হাজার ছাড়িয়ে লক্ষ টাকায় গিয়ে দাঁড়ায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *