fbpx
হোম বিনোদন সাবেক স্ত্রী তিন্নি সম্পর্কে যা বললেন হিল্লোল
সাবেক স্ত্রী তিন্নি সম্পর্কে যা বললেন হিল্লোল

সাবেক স্ত্রী তিন্নি সম্পর্কে যা বললেন হিল্লোল

0

একসময়ের আলোচিত দম্পতি আদনান ফারুক হিল্লোল ও শ্রাবস্তী দত্ত তিন্নি। ২০০৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন এই জুটি। যদিও বিয়ের পর শুরু হয় দাম্পত্য কলহ। এর মধ্যে আসে সন্তান ওয়ারিশা। তাঁদের মধ্যে কলহ তীব্র আকার ধারণ করায় ২০০৯ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তিন্নি-হিল্লোল।
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন নওশীন–হিল্লোল দম্পতি
একসময় পাকাপাকি বিচ্ছেদও হয়ে যায় আলোচিত এই জুটির। এরপর ছোট পর্দার আরেক অভিনেত্রী নওশিনের সঙ্গে সংসার বাঁধেন হিল্লোল। তবে সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেতা থেকে সফল ভ্লগার হওয়া হিল্লোলকে।
সম্প্রতি বেসরকারি চ্যানেল এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণ, বর্তমান সম্পর্কের সমীকরণ এবং প্রায় ৩০ বছরের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা।
কেন হিল্লোলকে আগের মতো আর অভিনয়ে দেখা যাচ্ছে না—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘২০১৭-১৮ থেকে নাটকে কাজ করছি না। আমি আসলে উপভোগ করছিলাম না। যে ধরনের কাজ হতো, সেগুলো এনজয় করতাম না। ২০০৩ সালে আমার একটা নাটক ছিল “স্পর্শের বাইরে”। ওই নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পাই। মানুষ রাস্তায় দূর থেকে ডাকত। তখন আসলে যে কোয়ালিটির কাজ হতো, পরবর্তী সময় সেটা আর হচ্ছিল না। ২০১০–এর দিকে আরও পরিস্থিতি খারাপ হতে থাকল। ২০১৭-১৮–র দিকে প্রচুর কাজের চাপ চলে আসত। শরীরেও কুলাত না। নাটকগুলোর কোনো সাড়া পেতাম না।’
নতুন প্রজন্মের কাছে ভ্লগার হিসেবে পরিচিত আপনি—এটাকে কেমনভাবে দেখছেন, ‘এটাকে শুধু ভ্লগিং হিসেবে দেখলে হবে না। কারণ, আমার কাছে টেকনোলজিটা ২০১১-১২ থেকে খুব ইন্টারেস্টিং লাগতে শুরু করে। তখন থেকেই অনুভব করলাম যে এটার একধরনের ভবিষ্যৎ সামনে আছে। এটা নিয়ে কাজও শুরু করি। মাথার মধ্যে ছিল আমার একটি ডিজিটাল পরিচয় তৈরি করা দরকার। যে পরিচয়টা মানুষের কাছে পরবর্তী ৩০ বছর বাঁচিয়ে রাখবে। খাবার ও পণ্যের বিষয়টা আমার আগ্রহ ছিল। সেটা থেকেই শুরু করা। পারিবারিকভাবেই আমরা ভোজনরসিক মানুষ, সে কারণে খাদ্য বিষয়টাই আমার ভালো লাগে। তবে ফুড ভ্লগিংয়ে উত্থান-পতনও আছে। এটাকে ক্যারিয়ার হিসেবে রাখা ঠিক হবে না। কাজের বাইরে বাড়তি কাজ হিসেবে রাখা উচিত হবে।’
সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে আলোচনায় ছিলেন একটা সময়। এখন মাঝেমধ্যে অন্তর্জালে যখন বিষয়টি আসে, তখন কি মনে কোনো রেখাপাত করে? উত্তরে হিল্লোল বলেন, ‘রেখাপাত করে না। কারণ আমি জানি, ডিজিটাল কনটেন্টটা আসলে কী? এই প্রশ্নও ডিজিটাল রিচ। সে কারণে আমি যেহেতু ডিজিটাল কনটেন্ট নিয়ে কাজ করি, আমি জানি যে সব কনটেন্ট ক্রিয়েটররা রিচ চান। এটা স্বাভাবিক বিষয়। ৯০ শতাংশ সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব হয়। তিন্নির সঙ্গে এখন খুব ভালো সম্পর্ক। আমার মেয়ের ১৬ বছর চলছে। ও ক্লাস নাইনে পড়ে। আমাদের মেয়ের কারণেও যোগাযোগ করতে হয়। বর্তমান স্ত্রীর সঙ্গেও তিন্নির নিয়মিত যোগাযোগ হয়। ছোট মেয়েকে তো সময় দেওয়া হয়। বড় মেয়েকে বছরে একবার সময় দেওয়া হয়, যখন কানাডাতে যাই।’
তিন্নি-হিল্লোল সম্পর্ক থেকে কোনো শিক্ষা পেয়েছেন কি না, প্রশ্নে হিল্লোলের ভাষ্য, ‘ওখান থেকে কোনো শিক্ষা পাইনি। ওটা ভুল ছিল। আমার কিংবা তাঁর দিক থেকে হতে পারে। ওর–ও হয়তো ভুল ছিল। তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি। আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের ১৪ বছর পর এসে বলতে পারি, সেই ভুলটা হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে হয়নি।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *